পিষ্ঠ হয়ে মঙ্গলবার দুপুর ২ টায় রমেন সরকার (২৮) নামের এক মটরসাইকেল আরোহী যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের বাড়ী একই উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম রামেরকাঠী গ্রামের রাজেন্দ্রনাথ সরকারের পুত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্কাগোভ্যানটি আটক করেছে। ড্রাইভার ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানাযায় মঙ্গলবার দুপুরের দিকে কচুয়া থেকে সরদার র্কাগো সার্ভিস ঢাকা মেট্রো ট -১১-৪৫৮৫ নং গাড়িটি লাকড়ী বোঝাই করে সরু রাস্তা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ত্রিমুখী নামক স্থানে পিছন থেকে আসা দ্রুতগামী এক মটরসাইকেল আরোহী কাভার্ট ভ্যানটি ওভারটেক করে অতিক্রম করার সময় রাস্তার পাশে গাড়ির চাকা স্লিপ কেটে গাড়িটির পিছনের চাকায় ঢুকে পড়ে। ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী রমেন সরকার নিহত হয়। পুলিশ লাশটি উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করেছে।