টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থদের আন্দোলন

কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবী আদায়ের লক্ষে লাগাতর আন্দোলনে নেমেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। দাবী গুলো হচ্ছে অনতি বিলম্বে ডিপ্লোমা কোর্সের ভর্তি ফরম ছাড়তে হবে, বি এস সি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ডিপ্লোমাধারীদের জন্য ৩০% কোটা সংরক্ষন করতে হবে,চাকরির নিশ্চয়তা দিতে হবে।

মানব বন্ধন শেষে বক্তব্য রাখেন ছাত্র অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মো সজিবুর রহমান,যুগ্ন-আহবায়ক ফিরোজ মোস্তফা, সদস্য সচিব কানিজ ফাতেমা কুইন প্রমুখ। আন্দোলনের কর্মসূচীর অংশ হিসাবে বুধবার সকাল ৮টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী, বস্ত্র মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে। যতদিন না পর্যন্ত তাদের ন্যায্য দাবী পুরন না হবে তত দিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষনা দিয়েছে।