পুত্র দুলুনাথ রায়। ধান কাটার শ্রমিক হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, ধান কাটার শ্রমিক হিসেবে দুলুনাথ রায় গত ৩ মে আস্কর গ্রামের অমৃত হাজরার বাড়িতে আসেন। ১৭ মে সকালে রহস্যজনক ভাবে সে (দুলুনাথ রায়) নিখোঁজ হয়। সেই থেকে অদ্যবর্ধি সে নিখোঁজ রয়েছে। দুলুনাথের সাথে আসা অপর শ্রমিক ইনমানুয়েল হাজরা জানান, ঘটনারদিন ভোর থেকে দুলুনাথ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায একটি সাধারন ডাইরী করা হয়েছে (যার নং-৮৬০ তারিখ: ২৪-০৫-২০১১ইং)।