উপজেলা মিশুক-অটো টেম্পু সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরে আলম, সদস্য জহুরুল ইসলাম জহির ও আব্দুল কাদের খানের স্বাক্ষরিত ফলাফলে জানা গেছে, সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারদের ভোটের মাধ্যমে আব্দুস ছত্তার হাওলাদার-ছাতা মার্কা নিয়ে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মানিক সরদার-চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ৭৫ ভোট। আবুল হোসেন সরদার আম মার্কা নিয়ে ১০৮ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হারুন আকন-মাছ মার্কা নিয়ে পেয়েছেন ৭২ ভোট। মোঃ ফারুক বেপারী-ফুটবল মার্কা নিয়ে পেয়েছেন ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফারুক উকিল পেয়েছেন ৫৪ ভোট। অন্যান্য নির্বাচিতরা হলেন-মোহাম্মদ আলী হোসেন-যুগ্নসম্পাদক, শহীদ হাওলাদার-সাংগঠনিক সম্পাদক, মোঃ আকবর তালুকদার-কোষাধ্যক্ষ, আব্দুর রাজ্জাক আকন, শাহজাহান সরদার ও হালিম সরদার সদস্য। নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ হারুন-অর রশিদ খান ও খালেদা আক্তার।
নির্বাচনের ফলাফল ঘোষনা করেন গৌরনদী পৌরসভার মেয়র ও সমিতির উপদেষ্টা মোঃ হারিছুর রহমান হারিছ। এ সময় অন্যান্যদের মধ্যে গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।