আর্কাইভ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা আহত

গুরুতর আহত হয়েছেন মাতা হাওয়া বেগম। প্রতিপক্ষের পুনরায় হামলার ভয়ে স্বরুপকাঠি ছেড়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে স্বরুপকাঠির সাগরকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। হাওয়া বেগম জানান, পাশাপাশি বাড়ির ঘর জামাই রিয়াজ মৃধা দীর্ঘ দিন ধরে আমার মেয়েদের কু-প্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার  সে আমার মেয়ের ওড়না ধরে টান দেয়। মেয়ে তাদের ভয়ে পুর্বে কিছু না বললেও উত্যক্তের শেষ পর্যায়ে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেন। মা হাওয়া বেগম জিজ্ঞাসা করতে গেলে রিয়াজ মৃধা (৩৫) তার ভাই রাজ্জাক মৃধা (৩০) অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন

Back to top button