জাতীয় পার্র্টির একক নিবার্চন করার আল্টিমেটাম

পারেনি শেখ হাসিনা। মহাজোট গঠনের পর এরশাদকে রাস্ট্রপতি এবং আনুপাতিক হারে ক্ষমতা দেয়ার কথা ছিল । কিন্ত বৈষম্য মূলক আচরণ করায় আপনাদের মনে যেমন ক্ষোভ রয়েছে আমাদের মনেও তেমন ক্ষোভ রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে জাপাকে মূল্যায়ন করা না হলে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিবে এরশাদ। ঝালকাঠি জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন রাজু একথাগুলো বলেন।

শুক্রবার বিকেলে জেলা জাতীয় পার্টির আয়োজনে সানাই কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  গোলাম মোহাম্মদ রাজু, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ঢাকা মহানগর দক্ষিন সহ-সভাপতি শিক্ষাবিদ এম এ কুদ্দুছ খান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সদস্য-সচিব আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ। জেলা সাধারণ সম্পাদক রাজা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন নান্নু, সদর উপজেলার সম্পাদক শোয়েবুর মোর্শেদ সোহেল, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা ছাত্র সমাজের আহবায়ক আব্দুর রাজ্জাক।

এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এড. আনিস উদ্দিন সিকদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সৈয়দ আবু শহীদ। বক্তারা  আরও বলেন, এরশাদ পাশে থাকায় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করা সম্ভব হয়েছে। তৃণমূল পর্যায়ে যদি মূল্যায়ন করা না হয় তাহলে নেতৃবৃন্দ আওয়ামী লীগের সকল কাজে ভেজাল লাগিয়ে দিবে।