বরিশাল বিভাগে হরতাল পালনের চিত্র

দিনে বুধবার শান্তিপূর্ন পরিবেশে  পালিত হয়েছে। বিভাগের অভ্যন্তরীন রুটের যান চলাচল করলেও দুরপাল্লার যান চলাচল করে নি। মহানগরীসহ বিভিন্ন জেলায় হরতালের সমর্থনে মিছিল বের করে নেতা-কর্মীরা। তবে পুলিশ নেতা-কর্মীদের রাস্তায় দাড়াতেই দেয় নি। পিকেংটিংয়ে বেশ কটি গাড়ি ভাংচুর করা হয়েছে। বিভাগে অর্ধশত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আটক হয়েছে।

মহানগরীতে হরতাল সফল করতে সকাল সাড়ে ৬টায় জেলা বিএনপির সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে নগরীর লঞ্চঘাট এলাকায় মিছিল করে। অপরদিকে সকাল আটটায় মহানগর বিএনপির সভাপতি এমপি মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে নতুন বাজার এলাকায় মিছিল বের হয়। মিছিল দুটি পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। দুপুরে হরতাল সমর্থকরা নগরীর ঝরঝরিয়াতলা নামক স্থানে একটি মাহেন্দ্র গাড়িতে অগ্নিসংযোগ  করে। এছাড়া কাশিপুর চৌমাথায় একটি অটো রিক্্রা  ভাংচুর করেছে। এর আগে নগরীর অক্্রফোর্ড মিশন রোডে একটি রিক্্রা ভাংচুর করে। সকাল ১০টায় সিএন্ডবি রোডে একটি ট্রাক ভাংচুর করা হয়। রাত থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক কর্মীকে আটক করেছে কোতোয়ালী পুলিশ।

এদিকে হরতালে বিভাগের বরগুনা জেলা শহরের বেশীরভাগ দোকানপাট বন্ধ ছিল। রাস্তাঘাটে রিকশা ও মোটরসাইকেল ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করেনি। বরগুনার টাউনহল ও ক্রোক বাসষ্টান্ড থেকে স্বল্প ও দুরপাল¬ার কোন যানবাহন ছেড়ে যায়নি। সকালে বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবদলের সভাপতি তালিমুল ইসলাম পলাশকে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পরে। এছাড়া বেলা ১১ টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম স্বপন কে দলীয় কার্যালয় থেকে আটক করে পুলিশ। হরতালকে সামনে রেখে মঙ্গলবার রাত থেকে বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পিরোজপুর জেলা শহরে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। সকালে নাজিরপুরে  বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয়। পিরোজপুর পৌর জামায়তের আমীর ও স্কুল শিক্ষক মাওলানা আঃ রবকে বুধবার দুপুরে আটক করে। আর মঙ্গলবার রাতে যুবদল নেতা টিপু ও ছাত্রদল নেতা আরেফিন শামুকে আটক করেছে সদর থানা পুলিশ।  ভোলায় পিকেটাররা দুটি বাস ভাংচুর এবং দুুটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করেছে। এরমধ্যে ভোরে চরফ্যাসন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবহী একটি বাসে গুইংগারহাট এলাকায় এলে পিকেটাররা হামলা চালিয়ে ভাংচুর করে। সকাল ৭টায় মোস্তফা কামালা বাসটার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপির পিকেটাররা বাসে ইটপাটকেল নিক্ষেপ করে। এছাড়া শহরের বাংলাস্কুল মোড়ে ভোরে টায়ার ও চটের রাস্তায় অগ্নি সংযোগ করা হয়। ভোলা জেলা বিএনপির সম্পাদক মো: ফারুক মিয়া জানান, পুলিশ তাদেরকে রাস্তায় দাড়াতে দেয় নি। পটুয়াখালী জেলা শহরে হরতালে তেমন কোন প্রভাব পড়ে নি। সকালে শহরের কলাতলা বাজার থেকে দুই বিএনপি কর্মীকে পুলিশ আটক করে। এরা হলো খন্দকার আবদুর রহমান ও আবদুল কাদের। ঝালকাঠিতে হরতালের কোন প্রভাব পড়ে নি। সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তন থেকে ছাত্রদল নেতা মোঃ শাহীনকে পুলিশ আটক করেছে।