বিসিসির বাজেট ঘোষনার সময় সাংবাদিকদের র্দূভোগ

সময়ের ঘন্টা খানেক পর অনুষ্ঠান শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা। বিশেষ করে অনুষ্ঠান শুরুর অপেক্ষার প্রহরে কর্পোরেশনের মিলনায়তনে ঢুকতে না দেয়ায় সংবাদ কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় মেয়র শওকত হোসেন হিরনের বাজেট ঘোষনা করার কথা। আমন্ত্রন পত্রেও সময় এগারটা বলা হয়েছে। কিন্তু কর্পোরেশনে মেয়র আসেন ১১টা ২০ মিনিটে। তিনি সংবাদ কর্মীদের বাইরে দাড়ানো দেখে জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলুকে উদ্দেশ্যে করে বলেন সাংবাদিকদের মিলনায়তনে বসতে দেয়া হয় নি কেন। ওই সময়ে  বেলায়েত বাবলু বলেন তাদেরকে ভিতরে বসার কথা বলা হয়েছিল। তারা এখানে বসেছে। এসময় সংবাদ কর্মীরা বলে উঠেন আমাদেরকে ভেতরে বসতে দেয়া হয় নি। আর নির্ধারিত সময়ে বাজেট ঘোষনা কেন হচ্ছে না। মেয়র সাংবাদিকদের শান্ত করে বলেন কিছুক্ষন পরই অনুষ্ঠান শুরু হবে। মেয়র মিলনায়তনে প্রবেশের ৪০ মিনিট পর অর্থাৎ দুপুর ১২টায় বাজেট ঘোষনা করা হয়।

এদিকে বাজেট ঘোষনার প্রাক্কলে ভোগান্তির শিকার হয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার ফেরদৌস সোহাগ,বাংলা ভিশনের প্রতিনিধি শামীম আহমেদ, শীর্ষ নিউজ ডটকম’র স্টাফ রিপোর্টার আহমেদ জালাল, প্রথম আলো’র প্রতিনিধি সাইফুর রহমান মিরন,  ভোরের কাগজের প্রতিনিধি এম মিরাজ হোসাইন,বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকমের প্রতিনিধি কাওসার হোসেন। এছাড়া আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মীরা ভোগান্তির শিকার হন।