আর্কাইভ

নেশাখোড় পুত্রের বিরুদ্ধে মায়ের মামলা দায়ের

গ্রমের শাহ আলম হাওলাদারের পুত্র সুজন হাওলাদার (২৩) প্রায়ই নেশাগ্রস্থ হয়ে বাবা মাকে মারধর ও সংসারের জিনিসপত্র তছনছ করে আসছিল। নেশাখোড় পুত্রের অত্যাচারে মা মঞ্জু বেগম বাদী হয়ে বরিশাল কোর্টে মামলা দায়ের করে। নেশাখোড় সুজন পুলিশের গ্রেফতার এড়িয়ে পরিবারের  লোকজনের উপর অন্যায় কাজে লিপ্ত থাকে। ২০ জুন বুধবার স্থানীয় লোকদের সহায়তায় সুজনের বড় ভাই মিলন হাওলাদার সুজনকে আগৈলঝাড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।

আরও পড়ুন

Back to top button