মিরসরাই ট্রাজেডি’র ঘাতক মফিজ কারাগারে

ট্রাক চালক জসিম উদ্দিন মফিজকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আবুল বাশার মিয়া তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

বিএমপি’র কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান বিকেল ৪টায় মফিজকে আদালতে পাঠানো হয়। এরপর বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এর আগে অর্থাৎ মফিজকে গ্রেপ্তারের পর কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেছিলেন মফিজকে বৃহস্পতিবার থানার গারদখানায় রাখা হবে। শুক্রবার তাকে মীরসরাই থানা পুলিশে হস্থান্তর করা হবে।

এদিকে ৫ দিন আগে মফিজ ভাগ্নির শশুরালয়  বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের ফরিদ আহমেদ খানের বাড়িতে আত্মগোপন আসেন। ওদিকে মিরসরাই থানা পুলিশ ঘাতক ট্রাক চালকের অবস্থান জানতে তার  আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেন। আজ সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাটনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য গত ১১ জুলাই মিরসরাইয়ের ৪৪ স্কুল ছাত্র নিহত হওয়ার ঘাতক ট্রাক চালক মফিজ। তার বাড়ি মিরসরাই উপজেলার মধ্যম মায়ানী ইউনিয়নের মোক্তার পাড়ায়।