আর্কাইভ

গৌরনদীতে শর্টগানসহ সর্বহারা নেতা গ্রেফতার

সাকোকাঠী গ্রাম থেকে রবিবার বিকেলে পুলিশ ২টি শর্টগানসহ সর্বহারা জিয়া গ্রুপের সক্রিয় সদস্য ডালিম হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটার গোপন সংবাদের ভিত্তিতে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাকোকাঠী গ্রামের সর্বহারা জিয়া গ্রুপের সক্রিয় সদস্য ডালিম হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সর্বহারা নেতা ডালিম ২টি শর্টগানসহ দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া করে ২টি শর্টগানসহ সর্বহারা নেতা ডালিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডালিম ওই গ্রামের রব হাওলাদারের পুত্র। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ডালিম হাওলাদার র‌্যাবের ক্রসফায়ারে নিহত সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা বাবুল সরদারের অস্ত্র ভান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলো।

আরও পড়ুন

Back to top button