কিন্তু খুব কষ্ট লাগে ভাবতে কি করে অন্তসত্ত্বা নারীর (শেখ ফজলুল হক মনি’র স্ত্রী) যৌনাঙ্গে রাইফেল ঢুকিয়ে গুলি করে মারে? দোষ কি ছিল তার? তাপস বাবা-মা ছাড়া বেড়ে উঠেছে। আজ তাপস সংসদ সদস্য। তাপস কি তার বাবা-মা হত্যার বিচার চাইতে পারে না?
আজ সৈয়দ আশরাফ বাবা হত্যার বিচার চাইবে না?
আজ সোহেল তাজ বাবা হত্যার বিচার চাইবে না?
আজ লিটন বাবা হত্যার বিচার চাইবে না?
তারা কি ন্যায় বিচার পাবার যোগ্য নয়?
যদি হাসিনা বা আশরাফ বা সোহেল বা লিটনের জায়গায় আমি হতাম; যদি আমি সংসদ সদস্য/মন্ত্রী/ প্রধানমন্ত্রী হবার পরও বিচার করতে না পারতাম; তাহলে কি সন্তান হিসেবে নিজেকে ব্যর্থ মনে হতো না?
বাবারা বিখ্যাত ছিলেন, রাজনীতি করতেন বলে কি বর্বর পৈশাচিকতার বিচার চাইবে না কোন সন্তান?
আশরাফ, সোহেল যখন বিচারের কথা বলে তখন আমার কষ্ট হয়। ওমন ক্ষমতাধর মানুষকেও কতটা অসহায় লাগে তখন!
যা হয়েছে তা কেবল প্রতিকী বিচার। ফৌজদারি অপরাধের আংশিক বিচার; যা থেকে পালিয়ে বেঁচে রয়েছে বেশীরভাগ দন্ডপ্রাপ্ত। আমরা কি বিচার পেয়েছি?
আমাদের রাষ্ট্রের রাষ্ট্রপতিকে হত্যা করে, সংবিধানকে বুটে পিষে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে অবৈধ শাসন ব্যবস্থা- সামরিক আইন। আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে। আমাদের স্বাধীনতার নায়কদেরকে কারাগারে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কি আমরা কম হয়েছি?
আমাদের ক্ষতিপূরণ কবে হবে? আমরা কবে ন্যায় বিচার পাবো?
লেখক- পারভেজ মাসুদ