দশঘন্টা বিদ্যুত বিহীন
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র গৌরনদী জোনাল অফিসের আওতাধীন ৫ উপজেলায় গতকাল শনিবার একটানা দশ ঘন্টা বিদ্যুৎ না থাকায় এসব উপজেলার প্রায় ৩৫ হাজার গ্রাহকের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বক্কর শিবলী জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মস্তফাপুর সাব ষ্টেশন থেকে গৌরনদীতে আসা ৩৩ হাজার কেভির লাইনের বিভিন্নস্থানে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। ফলে গতকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩ কেভির লাইনে বিদ্যুৎ বন্ধ রেখে গৌরনদীর ভুরঘাটা এলাকায় মেরামত করা হয়। মেরামতের সময় গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার সম্পূর্ণ ও উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া উপজেলার একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গ্রাহকরা জানান, একটানা দশ ঘন্টা বিদ্যুৎ না থাকায় গৌরনদী পৌরসভাসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি মা ও শিশু কল্যান কেন্দ্রে পানি সরবরাহ করতে না পারায় হাসপাতালের রোগী ও পৌরবাসীর চরম ভোগান্তি পোহাতে হয়।