কিন্তু সেখানে এখন ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের তেমন আগ্রহ নেই। সবার নজর বেসরকারী অমৃত লাল দে কলেজের উপর। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি মাত্র কয়েক বছরেই সবার দৃস্টি কাড়ে। জিপিএ ৫ প্রাপ্তিতে তারা বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম স্থানে রয়েছে। সার্বিক যোগ্যতায় রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে আছে বরিশাল ক্যাডেট কলেজ।
কলেজ অধ্যক্ষ তপংকর চক্রবর্তী জানান, ছাত্র ছাত্রীদের কঠোর পরিশ্রম, অভিবাবকদের সচেতনতা এবং শিক্ষকদের শ্রেনী কক্ষে নিয়মিত পাঠদান করার কারনে ফলাফল ভালো হচ্ছে। এছাড়া ২০ জন ছাত্রছাত্রীকে নিয়ে ১জন শিক্ষকের গাইড ক্লাস ভাল ফল দিচ্ছে বলে জানান তিনি।
এবছর এ কলেজে পাশের হার ৯৮ দশমিক ১৭। জিপিএ ৫ পেয়েছে ২২৩ জন।
রোববার এই কলেজে জিপিএ ৫ প্রাপ্তদের নিয়ে নগরীতে আনন্দর্যালী অনুষ্ঠিত হয়। র্যালীর উদ্বোধন করেন তালুকদার মো. ইউনুস এমপি। দুপুরে কলেজের হলরুমে কৃতি ২২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দাউদ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বিজয় কৃষ্ণ দে, কলেজ অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, ম্যানেজিং কমিটির সদস্য শামসুল আরেফিন ইসলাম প্রমূখ।