আগৈলঝাড়ায় এক বিএনপি নেতা এক ব্যাবসায়ীর গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের মৃত হাশেস বেপারীর পুত্র বিএনপি নেতা সিরাজুল ইসলাম বাবুল শনিবার সকাল ৯ টায় প্রতিবেশী ব্যবসায়ী হানিফ বেপারীর বাড়ি থেকে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে গাছ কেটে নেয়। বাবুলের এ কাজে হানিফ বাধা দিতে চাইলে তাকে ও তার পরিবারের লোকজনকে মারধর করে আহত করে বাবুলের বাহিনী। এক পর্যায়ে এলাকার লোকজনের প্রতিরোধে বাবুল বাহিনী পিছু হটলেও বাবুলের কাছ থেকে একটি চাপাডি উদ্ধার করে । ঘটনা থানায় জানালে পুলিশ সরেজমিন পরিদর্শন করে ও আলামত থানায় নিয়ে আসে। হানিফ মামলার প্রস্তুতি নিলে বাবুল ও তার সহযোগীরা নানাভাবে হুমকি অব্যাহত রাখছে বলে সাংবাদিকদের জানান হানিফ বেপারী। বাবুরৈর বিরুদ্ধে ওই এলাকায় জুয়া খেলা ও নারী কেলেংকারী সহ নানা ধরনের অভিযোগ রয়েছে বলে এলাকা সুত্রে জানা গেছে। এ বিষয়ে বাবুলের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।