ক্রিকেট টুর্নামন্টে সম্পন্ন
বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে মাসব্যাপী শহীদ সুকান্ত বাবু স্মৃতি ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ নয়ন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট জিয়াউল হক বাদশা, ইউপি চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা। আলোচনা শেষে চ্যাম্পিয়ান দল গৌরনদী তরুন সংঘের খেলোয়ারদের মাঝে ২১ ইঞ্চি ও রানাস আপ দল পিঙ্গলাকাঠী ক্রীড়া সংঘের খেলোয়ারদের মাঝে ১৭ ইঞ্চি কালার টেলিভিশন বিতরন করা হয়। উল্লেখ্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর পুত্র সুকান্ত বাবু সেরনিয়াবাত ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালো রাতে ঢাকার মিন্টু রোডের বাসায় ঘাতকদের ছোঁরা বুলেটের আঘাতে শহীদ হয়।