গৌরনদীতে সংঘর্ষে ১০ জন আহত ॥ বসত ঘর ভাংচুর

পালরদী গ্রামে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। হামলাকারীরা একটি বসত ঘর ভাংচুর করেছে। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের আইয়ুব আলী ডাক্তারের লিজকৃত পুকুরের মাছ গোপনে ধরে নিয়ে যায় একই বাড়ির নুরু ডাক্তার। এনিয়ে বুধবার দুপুর দেড়টার দিকে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হামলা ও পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়গ্র“পের কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালীন সময় নুরু ডাক্তারের লোকজনে হামলা চালিয়ে আইয়ুব আলীর বসত ঘর ব্যাপক ভাংচুর করে। সংঘর্ষে গুরুতর আহত আইয়ুব আলী ডাক্তার (৫০) তার স্ত্রী জীবন নেছা (৪০) কন্যা চম্পা (২০), প্রতিপক্ষের নুরু ডাক্তার (৫২) তার স্ত্রী রনজিতা (৪৫) পুত্র বিপ্লব (২৩), কন্যা রুনু (২৫) ও ভাগ্নে সবুজকে (২৫) গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।