আগৈলঝাড়ার এক দিনমজুর পরিবারকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি

মামলা দায়ের করে আগৈলঝাড়ায় এক দিনমজুর পরিবারকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার বড়মাগরা গ্রামের নিরাঞ্জন পান্ডের সাথে একই বাড়ির দশরথ পান্ডের দীর্ঘদিনের মতবিরোধ থাকায় কারনে অকারনে প্রায়ই দশরথ ও তার পরিবারের লোকজন নিরাঞ্জন ও তার পরিবারের লোকজনকে হয়রানি করতে গায়েপড়ে বিবাদ সৃষ্টির পায়তারা চালায়। গত ১৩ই জুলাই সকালে বড়মাগরা বাজারে একটি চায়ের দোকানে সিনেমার গল্প আলাপ চারিতার সূত্র ধরে ওই স্থানে অবস্থানরত দশরথ পান্ডে নিরাঞ্জন পান্ডেকে উদ্দেশ্য করে কটুক্তি করলে দু-জনের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন দশরথ পার্শ্ববর্তী গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগী হয়ে চিকিৎসা নেয়। এ ঘটনার পর স্থানীয় গন্যমান্যরা উভয়ের বিরোধ নিরশনের কয়েক দফা উদ্যোগ নিলেও ১৬ই জুন দশরথের স্ত্রী বিউটি পান্ডে গুটি কয়েক সুবিধাভুগী ব্যক্তির পরামর্শে আগৈলঝাড়া থানায় নিরাঞ্জন পান্ডে ও তার দুই পুত্র নির্মল পান্ডে, দুলাল পান্ডের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দাঙ্গাবাজির অভিযোগ  এনে মামলা দায়ের করে। ওই মামলায় পিতা-পুত্র জামিনে মুক্ত হলেও মিথ্যা অভিযোগে এই হয়রানি যেন পরিবারের গোদের উপর বিষফোড়ার ব্যথা।

সরেজমিন বড় মাগরা গ্রামের মঙ্গল চন্দ্র মন্ডল, বাজারের ব্যবসায়ী তেজময় পান্ডে, কালিপদ রায়, রাম মধু, গনেশ বাড়ৈ সহ অনেকে জানান মামলার বিষয়বস্তু কাল্পনিক কাহিনীর মতই। মামলার স্বাক্ষী চিত্ত পান্ডে, রনঞ্জিত পান্ডের বক্তব্য আমরা ঘটনার দিন প্রায় ৫ কিঃ মিঃ দূরত্বে দিন মজুরের কাজে যাই মামলা বিষয়ে আমাদের কিছই জানানাই।