Menu Close

বরিশালে বিএনপির সমাবেশে একরামুল হকের মুক্তির দাবি

আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন জনপ্রিয় অনলাইন পত্রিকা শীর্ষ নিউজ ডটকম ও  সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক মোঃ একরামুল হককে মিথ্যা ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করে হয়রানী করা হচ্ছে। শীর্ষ নিউজ ও কাগজ লেখনি শক্তিতে দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করছে। আর এজন্যই দেশের এই সাহসী সম্পাদকের বিরুদ্ধে দূনীতিবাজরা ঐক্যবদ্ধ হয়ে একের পর এক ভূয়া মামলা করিয়ে হয়রানী করছে। সমাবেশে বক্তারা একরামুল হকের দ্রুত মুক্তির দাবী জানান।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীতে বিক্ষোভ শেষে  অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে আহুত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাড.কামরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এএইচএম সালেহ আহমেদ,আবুল কালাম শাহীন, মনিরুজ্জামান ফারুক,মহানগর যুবদলের আহবায়ক আলাউদ্দীন। উপস্থাপনা করেন মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন।

এদিকে শীর্ষ নিউজের সম্পাদকের গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের উদ্যোগে সোমবারের মানববন্ধন কর্মসূচীতে ছাত্রলীগ ক্যাডারদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমপি মজিবর রহমান সরোয়ার ও বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি এমপি অধ্যাপক মেজবাহ উদ্দীন ফরহাদ। এছাড়া হামলার নিন্দা জানিয়েছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দীন বাবুল, দৈনিক শাহনামার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক সত্য সংবাদের সম্পাদক মীর মনিরুজ্জামান, দৈনিক দক্ষিনাঞ্চলের সম্পাদক এম.এ মতিন ও গৌরনদী ডট কম-এর সম্পাদক খোকন আহম্মেদ হীরা।