গৌরনদীতে এক দিনমজুরকে উৎখাতের চেষ্টা ॥ হামলায় ৫ জন আহত

এক দিনমজুরকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি কু-চক্রি মহল। তারই ধারাবাহিকতায় প্রভাবশালীরা হামলা চালিয়ে দিনমজুর নুরু ডাক্তারসহ তার পরিবারের ৫ জনকে রক্তাক্ত জখম করেছে।

নুরু ডাক্তারের অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন থেকে তিনি পরিবার পরিজন নিয়ে উত্তর পালরদী গ্রামে বসবাস করে আসছেন। সম্প্রতি তার সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে একই বাড়ির প্রভাবশালী আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, হাকিম ডাক্তার গংদের। প্রভাবশালীরা দিনমজুর নুরু ডাক্তারের সহয় সম্পত্তি থেকে তাকে উৎখাতের জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করে। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ আগস্ট দুপুরে দিনমজুর নুরু ডাক্তার তার স্ত্রী রনজিতা বেগম, পুত্র বিপ্লব, কন্যা রুনু বেগম ও ভাগ্নে সবুজকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। মুর্মুর্ষ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে আহত নুরু ডাক্তার বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন। অসহায় দিনমজুর নুরু ডাক্তার প্রভাবশালীদের রোষানল থেকে মুক্তি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।