বরিশাল কোতয়ালী থানার সেই আলোচিত ওসি প্রত্যাহার

বিতর্কিত ওসি জাহাঙ্গীর হোসেন স্বপন ওরফে কালা জাহাঙ্গীরকে গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে। বিএম কলেজ ছাত্র সংসদের এক সময়ের ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কোতয়ালী মডেল থানায় গত বছর ওসি হিসেবে যোগদান করেন। এরপর তিনি বরিশাল প্রেসক্লাবে হামলা ও নগরীর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের হয়রানী করে বিপুল অংকের উৎ কোচ আদায় করেন। সর্বশেষ গত সপ্তাহে তিনি হিন্দু সম্প্রদায়ের ১২টি পরিবারকে অবরুদ্ধ করে ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিলনকে দেবত্তোর সম্পত্তি দখলের সুযোগ করে দেন। রাতভর থানার দেয়াল ঘেঁষে সশস্ত্র মহড়া দিয়ে মিলন ঐ সম্পত্তি দখল করলেও ওসি রহস্যজনক ভাবে নিরব ছিলেন। পরের দিন সিটি মেয়র শওকত হোসেন হিরন ঐ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। হিন্দু সম্প্রদায়ের নেতারা সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের কাছে ওসি জাহাঙ্গীরের সহায়তায় ঐ স¤পত্তি দখলের অভিযোগ উত্থাপন করেন। এ নিয়ে ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় সচিত্র সংবাদ পরিবেশন করা হয়। গতকাল দুপুরে পুলিশ কমিশনার এক আদেশে ওসি জাহাঙ্গীরকে কোতয়ালী মডেল থানা থেকে প্রত্যাহার করে নেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত বিএমপি’র ডিবিতে কর্মরত ইন্সপেক্টর শাহেদুজ্জামানকে। ওসি কালা জাহাঙ্গীরকে প্রত্যাহারের খবরে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।