রমজানে বাজার নিয়ন্ত্রনে আগৈলঝাড়ায় টিসিবি’র কার্যক্রম নেই

নিয়োগকৃত ডিলাররা রমজানে পন্য উত্তোলন না করায় সরকারের এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বরিশালের আগৈলঝাড়ার সাধারন ভোক্তা সহ দরিদ্র ধর্মপ্রান মুসল্লিরা। মনিটরিংএর দ্বায়ীত্ব উপজেলা প্রশাসনের নয় বলে জানিয়েছেন ইউএনও! টিসিবি ও ডিলারের পরস্পর বিরোধি বক্তব্য।

সংশ্লি ষ্ট সূত্রে জানা গেছে, রমজান মাসে বাজার দ্রব্য মূল্য নিয়ন্ত্রনের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র লাইসেন্সধারী আগৈলঝাড়া সদর বাজারের জন্য মেসার্স এসএস ইঞ্জিনিয়ারিং এর মালিক শফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত ও গৈলায় মেসার্স হারুন ট্রেডার্স এর মালিক মো.হারুন সরদারকে ডিলার নিয়োগ দেয়া হয়। টিসিবি’র বরিশাল অফিস প্রধান মো. ইসমাইল মজুমদার জানান, আগৈলঝাড়ার ডিলাররা কোন পণ্য উত্তোলন করেনি। তিনি আরও বলেন, ওই ডিলাররা কি দেশে আছেন না বিদেশ গেছেন তার কোন হদিস না পাওয়ায় তাও তিনি বলতে পারছেননা। তিনি স্বীকার করেন- তারা পণ্য উত্তোলন না করায় সাধারণ মানুষ সরকারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তবে তাদের লাইসেন্স এর ব্যাপারে কি করা হবে তা জেলা প্রশাসকের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেবেন। তিনি আরও জানান, সরকারি নিয়মানুযায়ী প্রত্যেক ডিলারকে বিক্রির জন্য সয়াবিন তেল ১’শ ২ টাকা লিটার, ৫৮ টাকা কেজি মশুর ডাল, ৬৮ টাকা কেজি চিনি, ৫৮ টাকা কেজি ছোলা, ৭০ টাকা কেজি জাহেদী সাহের খেজুর এবং ৫৫ টাকা কেজি খায়ের খেজুর বিক্রির জন্য নির্দেশ দেয়া  হয়। এব্যাপারে ডিলার শফিকুল ইসলাম বলেন, টিসিবি পন্য উত্তোলনের জন্য ইউএনওর মাধ্যমে তাদের চিঠি দিত, এবার তাদের পণ্য উত্তোলনের জন্য কোন চিঠি তাদের দেয়া হয়নি।

বরিশাল টিসিবি সূত্রে জানাগেছে, জেলার সকল উপজেলার ডিলাররা পন্য  উত্তোলন করে নিলেও আগৈলঝাড়ায় পণ্য উত্তোলন করেনি। নিয়মানুযায়ী প্রতি ডিলার ২ মেট্রিক টন চিনি, ১ হাজার ২ শ’ লিটার সয়াবিন তৈল ৫’শ কেজি মসুরের ডাল, ৫শ’কেজি ছোলা, ২শ’ ৫০কেজি জাহেদী সাহের খেজুর, ২শ ৫০ কেজি খায়ের খেজুর উত্তোলন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস টিসিবি’র কোন কার্যক্রম উপজেলায় নেই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, টিসিবি’র পণ্য ডিলাররা উত্তোলন করেনি তা তাকে টিসিবি জানায়নি। এটা উত্তোলন করলে সরকারের সুবিধা জনগন ভোগ করতে পারত, এখন তাথেকে জনগন বঞ্চিত হচ্ছে। এটা তদারকির দ্বায়ীত্ব টিসিবি’র। তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলে জানান।