দক্ষিনাঞ্চলের সড়কের বেহালদশা সংস্কারের দাবিতে মানবন্ধন

বিদ্যমান থাকায় দীর্ঘ দিন ধরে সড়কে খানা খন্দকের সৃষ্টি হয়ে এবরো থেবড়ো হলেও এ যেন দেখার কেউ নেই। দক্ষিনাঞ্চলগামী সড়ক দিয়ে বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এজন্য সংস্কারের দাবীতে বরিশাল বাস মালিক সমিতির উদ্যোগে রোববার মানববন্ধনের আয়োজন করা হয়েছে ।
বেলা ১১টায় বরিশাল মহানগরীর রুপাতলী ও  নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে ১০ মিনিট সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রেখে মানববন্ধন করা হয়। উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম বাস মালিক সমতির নেতা আবদুস সবুর মল্লিক,নারায়ন চন্দ্র দাস, কিশোর কুমার, হুমায়ুন কবির, শ্রমিক নেতা আজিজুর রহমান শাহিন ও আমিনুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

প্রসঙ্গত চলতি বর্ষা মৌসূমের প্রবল বর্ষনের ফলে বরিশাল বিভাগে যান চলাচলের সবকটি রুটই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনগনের যাতায়াতে অর্বননীয় কষ্ট পোহাতে হচ্ছে। একই সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদেরও আর্থিক ক্ষতি হচ্ছে। রুটগুলোর মধ্যে রয়েছে বরিশাল থেকে ধামুড়া, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, বাউফল, পয়সারহাট, মুলাদী, কুয়াকাটা, চান্দুখালী, নিয়ামতি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া।