আর্কাইভ
ব্রীজের চোরাই মালামাল বিক্রিকালে ৩ যুবক আটক
নিজস্ব সংবাদদাতাঃ বীজের পরিত্যাক্ত যন্ত্রাংশ ভাঙ্গারির দোকানে বিক্রীর সময়
গোপন সংবাদের ভিত্তিতে আগৈরঝাড়া থানা পুলিশ ৩ যুবককে করে ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানাগেছে উপজেলার পয়সারহাট পূর্ব পাড়ের আয়রন ব্রীজের একটি ভারী পরিত্যাক্ত লৌহ খন্ড শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে একটি ভাঙ্গারীর দোকানে নিয়ে আসলে পুলিশ সংবাদ পেয়ে ওই লোহার যন্ত্রাংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ কাজে জড়িত সন্দেহে পয়সার হাট গ্রামের রহমান বেপারী (২০), ইউসুফ বখতিয়ার (২৪), আলআমীন বখতিয়ার (২০), এই তিন যুবককে পুলিশ গ্রেফতার করে ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করে।