টরকী বন্দরের রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

  সড়ক সংস্কারের দাবিতে গতকাল সোমবার সকালে এলাকার রিকসা ও ভ্যান শ্রমিকরা  টরকী বন্দর পুলিশ ফাড়ির সম্মুখে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে শ্রমিকরা দুই ঘন্ট কর্ম বিরতি পালন করেছে।
রিকশা শ্রমিক মো. মঙ্গল হাওলাদার জানান, বন্দরের অভ্যন্তরিন সড়কগুলো মাসের পর মাস বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একটু বৃষ্টি হলেই বন্দরের মধ্যে হাটু পানি জমে যায়। র্দীঘ দিন যাবত পৌরসভায় আবেদন দিয়ে কোন প্রতিকার পাওয়া যায়নি। রোববার রাতে ভারি বর্ষনে পোস্ট অফিসের সম্মুখের রাস্তার উপরের স্লেপ ভেঙ্গে বন্দরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ব্যবসায়ীদের মালামাল পরিবহনে মারাত্মক দূর্ভোগ পোহাতে হয়। বিষয়টি স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা পৌর কর্তৃপক্ষকে অবহিত করার পরেও কোন ফল পাননি বলে শ্রমিকারা জানান। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. মঙ্গল হাওলাদার , আঃ কাদের মিয়া , আঃ জলিল, মো. হালিম সরদার, সলেমান বেপারী প্রমূখ। পরে কর্ম বিরতি পালন শুরু  করে। দুই ঘন্টা পর স্থানীয় পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল ও খাইরুল আহসান খান সড়ক সংস্কারের আশ্বাস  দিলে শ্রমিকরা কর্ম বিরতি প্রত্যাহার করে নেন।