মহাজোট সরকারকে ভয় দেখিয়ে লাভ নেই -খান সাইফুল্লাহ পনির

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ আওয়ামীলীগ নেতা এ্যাড. খান সাইফুল্লাহ পনির বলেছেন, খালেদার রাজনীতি দেশ বাঁচাবার জন্য নয়, তার রাজনীতি হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধী নর ঘাতকদের বিচারের পথ রুদ্ধ করার। কারন দেশে এমন কিছু ঘটেনি যে কারণে দেশ রক্ষায় যুদ্ধ করতে হবে। দেশবাসীর বুঝতে হবে একজন শ্রমিক বা কৃষককে হত্যা করা হলে তার যদি বিচার হতে পারে তা হলে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতকদের বিচার কেন হবে না? তিনি বলেন, ১/১১ এর সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস ফর্মূলা করে তাকে নির্বাসনের পাকা ব্যবস্থা করেও দেশবাসীর আন্দোলন সংগ্রামের কারণে তাকে দেশে ফিরে আসতে দিতে বাধ্য হয়। কাজেই আওয়ামী লীগ তথা মহাজোট সরকারকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। এ দলটি গনমানুষের দল। তাই দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অপশক্তির সকল ষড়যন্ত্রের মোকাবেলাসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সক্রিয় ভাবে কাজ করে যেতে হবে। মুজিবসেনা পরিষদ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার রাতে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথি হিসেবে একথা গুলো বলেন।

সংগঠনের নেতা আরিফ হোসেন খলিফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লস্কর আশিকুর রহমান দীপু, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান হাওলাদার, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন আলো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম রাজ্জাক পিন্টু, সাবেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, থানা ছাত্রলীগের সভাপতি আলী আজগর আকাশ।