ঈদ উপলক্ষে বরিশাল নগরীতে পুলিশের কঠোর নজরদারী

সাইদ মেমন, বরিশাল ॥ গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য একটি করে তথ্য সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল মহানগর পুলিশ। এছাড়াও নগরীর ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কড়া নজরদারী রাখাসহ যাত্রীদের পকেটমার ও অজ্ঞানপার্টির খপ্পড় থেকে রক্ষায় সর্তক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।

বরিশাল মেট্রো পলিটন পুলিশের সভাকক্ষে ঈদুল আয্হায় নগরীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও সুন্দর রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সভাপতি উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জিল্লুর রহমান ওই সিদ্ধান্তের কথা জানান। সভায় উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুম বিল্লাহ তালুকদার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসলাম খান, উপ-পুলিশ কমিশনার মোঃ ছালেহ উদ্দিন, কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামানসহ কাউনিয়া থানা, বিমান বন্দর থানার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় সিটি কর্পোরেশনের অনুমতি বিহীন সকল গরুর হাট বন্ধ করা, গরু বোঝাই ট্রাকেসহ সকল চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, নগরীতে নিরাপত্তার জন্য পুলিশী টহল বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের দিন নগরীর পরিবেশের পরিচ্ছন্ন রাখার জন্য গরু জবাইর পর যত্রতত্র রক্ত, ভূড়ি ও ময়লা আবর্জনা ফেলা না হয় তার জন্য সংশ্লিষ্ট সকলকে করে দেয়া হয় সভায়।