কর্তৃপক্ষের বাঁধায় পিছু হটলেন মজিবর

বিশেষ প্রতিনিধি, বরিশাল ॥ অবশেষে কর্তৃপরে চাপে শেবাচিম হাসপাতাল চত্বর থেকে গরুর হাট গুটিয়ে নিয়েছেন ঠিকাদার মজিবর। নেপথ্যে সাংবাদিকদের লেখনি কাজ করায় সংবাদকর্মীদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেছেন শেবাচিমে সিকিউরিটি গার্ডদের দায়িত্ব পাওয়া মজিবর। সূত্র জানিয়েছে, সিকিউরিটি গার্ড সাপ্লাইয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে শেবাচিম ক্যাম্পাস যেন মজিবরের দখলে চলে গেছে। যার ধারাবাহিকতায় গত বুধবার শেবাচিমের কর্তৃপকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজ ইচ্ছা অনুযায়ী শেবাচিমের সামনের বাগানে গরুর হাট মেলায়। বিষয়টি অনেকের নজরে এলেও মজিবরের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। অবশেষে সংবাদকর্মীরা পরিচালকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি মজিবরকে ক্যাম্পাস থেকে অবৈধ গরুর হাট তুলে নিতে বলেন। এতে মজিবর কর্ণপাত না করলে অবশেষে আইন-শৃংখলা বাহিনীর হস্তপে কামনা করলে অবস্থা বেগতিক দেখে পরদিন গরুর হাট মেডিকেল ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়। তার এই ঘটনায় মজিবর সংবাদকর্মীদের দায়ী করে তাদের দেখে নেযার হুমকি দিয়েছেন। উল্লেখ্য, এই মজিবর শেবাচিমে গার্ড সাপ্লাইয়ের কাজ করে জিম্মি করে ইচ্ছামাফিক অর্থ হাতিয়ে নিচ্ছে। তার অনিয়মের প্রতিবাদ করলে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়। সহজ কথায় মজিবরের কথাই যেন শেবাচিমে সবকিছু।