বরিশাল পুলিশের ৩ ফাঁড়ি ইনচার্জ বদলি

বিশেষ প্রতিনিধি, বরিশাল ॥ বরিশাল মেট্টোপলিটন এলাকার পুলিশের তিন ফাঁড়ি ইনচার্জকে বরিশাল রেঞ্জের বাহিরে বদলি করা হয়েছে। আরো দুই ফাঁড়ির ইনচার্জ বদলির আদেশ শীঘ্রই বরিশালে এসে পৌঁছবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল মেট্টোপলিটন পুলিশ এলাকায় ৫টি ফাঁড়ি রয়েছে। এর দায়িত্বে রয়েছেন একজন করে টিএসআই। দীর্ঘদিনেও অপরাধ দমন ও আসামী গ্রেফতারে তাদের তেমন কোন সফলতা না থাকায় ইনচার্জদের প্রতি ুব্ধ হন বিএমপি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ফলে ৫টি পুুলিশ ফাঁড়ির ইনচার্জদের অন্যত্র বদলি করার জন্য বিএমপি পুলিশ অফিস থেকে ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে প্রস্তাব পাঠানো হয়। বরিশালের চিঠি ঢাকায় পৌঁছলে পুলিশ সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা পর্যায়ক্রমে নেয়ার সিদ্ধান্ত নেন। ঐ সিদ্ধান্ত মোতাবেক তিনটি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বরিশাল রেঞ্জের বাইরে বদলির আদেশ গত বৃহস্পতিবার বরিশাল এসে পৌঁছে এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারদেরকে বদলি আদেশের কপি বরিশালে পাঠানো হয়।

সূত্র জানায়, বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই মোশারেফ হোসেন স্টীমার ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহাবুদ্দিন ও বটতলা পুলিশ ফাড়ির ইনচার্জ টিএসআই সফিককে ঢাকা ও রাজশাহীতে বদলি করা হয়েছে। অপর দুটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই দ্বীনবন্দু ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই জাহাঙ্গীর হোসেন এর ও শীঘ্রই বদলি আদেশ বরিশাল এসে পৌঁছবে বলে জানিয়েছে একটি সূত্র। জানা যায়, ৫টি পুলিশ ফাঁড়ির সমস্যায় দীর্ঘদিনেও তেমন কোন সফলতা দেখাতে পারেনি। দু’একজন মাঝে-মধ্যে চোর ও মাদকসেবী গ্রেফতার করলেও আর কোন কাজ নেই ফাঁড়ি পুলিশের। রাতে টহল দেয়ার সময়ও ঠিকমত দায়িত্ব পালন করছে না তারা। এছাড়াও একাধিক অফিসারের বিরুদ্ধে কর্তব্য অবহেলার অভিযোগ রয়েছে। ফলে তাদের বদলি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।