এম.মিরাজ হোসাইন, বরিশাল ॥ সাবেক অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ্ মোঃ আবুল হোসাইন বলেছেন, আজ থেকে মেহেন্দিগঞ্জের বিএনপির সকল বিভেদ ভূলে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দলকে শক্তিশালী করতে কাজ করে যাব। মেহেন্দিগঞ্জের উন্নয়নে নিজের জীবন উৎসর্গকরার ঘোষনা দিয়ে আবুল হোসাইন বলেন,বিগত বিএনপির সরকারের আমলে এ এলাকার উন্নয়নে যেভাবে ভুমিকা রেখেছি আপনারা আগামিতে আমাকে আপনাদের সেবক হিসেবে সেভাবেই পাশে পাবেন। দীর্ঘ তিন বছর পর নিজ নির্বাচী এলাকায় এসে জনগনের দেয়া ব্যাপক সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।
রবিবার সকালে বরিশাল থেকে ¯প্রীড বোড যোগে বেলা ১২ টায় মেহেন্দিগঞ্জ বন্দরে পৌছান সাবেক এ প্রতিমন্ত্রী। তার আগমনের সংবাদে বন্দরে বিএনপির নেতা কর্মীরা পূর্ব থেকেই অপো করছিলেন তাদের প্রিয় নেতাকে বরন করে নিতে । তাকে বহন করা ¯প্রীড বোড বন্দরে পৌছা মাত্র মূহু-মূহু শ্লোগানে মূখরিত হয়ে ওঠে পূরো এলাকা । এসময় নেতা-কর্মীরা তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেন । পরে তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংপ্তি বক্তৃতা করেন।
বক্তৃতায় শাহ্ মোঃ আবুল হোসাইন সকলকে ধর্য্যরে সাথে সবকিছু মোকাবেলা করে দলের জন্য এক নিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একটি মহল আমার আগমনকে বাকা চোঁখে দেখছে । তাদের বাঁকা চোখে না দেখে দলের সার্থে খালেদা জিয়ার হাতকে শক্তি শালী করার কাজে ঐক্যবদ্ধভাবে আত্ম নিয়োগ করতে বলেন। বিকেলে উপজেলার ধুলিয়া মধ্যচরের এতিম খানা পরিদর্শন করেন। এসময় এতিম খানার পরিচালক এসহাক খান এতিমখানা সম্পর্কে অবহিত করেন। পরে সাবেক প্রতিমন্ত্রী এতিমখানার উন্নয়নে আর্থিক সহায়তা করেন।
এদিকে কাল সোবমার নির্বাচনী এলাকার জনগনের সাথে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার নদী ভাংগন কবলীত এলাকা পরিদর্শন ও তিগ্রস্থদের খোঁজ খবর নেবেন।