ঈদের দিনে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব শত্রুতার জেরধরে ঈদেরদিন বরিশালের গৌরনদীতে দু’দল গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল ও গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার জঙ্গলপট্টি ও শরিফাবাদ গ্রামের কতিপয় যুবকদের সাথে হাডুডু খেলা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে ঈদের দিন সন্ধ্যায় কেবলারঠিভাটা নামকস্থানে বসে শরিফাবাদ গ্রামের সোহেল হাওলাদারের নেতৃত্বে ৭/৮ জন যুবকেরা জঙ্গলপট্টি গ্রামের মিরাজ বেপারীর ওপর হামলা চালায়। এ ঘটনায় জেরধরে উভয়গ্রামের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয়গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত শাহ জালাল বেপারীকে বরিশাল শেবাচিম ও মিরাজ বেপারী, সিহাব উদ্দিন, মনির হোসেন, ওয়াহেদুজ্জামান, রাসেল ও সুমনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।