কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যাস্ত বিসিসি

শুভব্রত দত্ত, বরিশালঃ সাতশত পরিচ্ছন্নতাকর্মী নিয়ে বরিশাল নগরীর  কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যাস্ত রয়েছে ( বরিশাল সিটি কর্পোশেন) বিসিসি। ১৭ টি বর্জ্য অপসারনের গাড়ী নিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ কারনে বিসিসি কর্তৃপক্ষ পরিচ্ছন্নতাকমীদের ঈদের ছুটি বাতিল করেছে।

নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাটা-অলি-গলিতে রক্ত, নাড়ীভুঁড়ি, গোবরসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে তীর্ব্র দুগর্ন্ধ। মুলত এ বর্জ্য দ্রুত পরিস্কার করাই তাদের কাজ।

বিসিসি পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, বিসিসি মেয়রের নিদের্শ রয়েছে পশু জবাইয়ের পর পরই আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্যগুলো দ্রুত পরিস্কার করা।যাতে নগরবাসী কোন রকম ভোগান্তীর শিকার না হন। সে লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মিরা সর্বাত্মক চেষ্টা করছে। গতবারের তুলনায় ৬’শ মেট্রিক টন বর্জ্য বেশি হওয়ায় এবং অপরিকল্পিতভাবে কোরবানি দেওয়ার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। আজকেও অনেক জায়গায় কোরবানি দেওয়া হয়েছে।

নগরীর রূপাতলী, সাগরদী, বাংলাবাজার, সদররোড, কাউনিয়া, কাশিপুর, আমানতগঞ্জ, বাজাররোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিসিসি পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণে কাজে ব্যস্ত রয়েছেন। তারপরেও অনেক স্থানে ময়লা ও বর্জ্য পড়ে রয়েছে।

ট্রাক সহকারী আঃ ছত্তার হাওলাদার জানায়, নগরীতে ৭’শ জন ক্লিনার কাজ করছেন। ১৭টি  ট্রাক ব্যবহার করা হচ্ছে। তারপরও আজ পুরো কাজ শেষ হবে না। আগামীকালও লাগবে।