গৌরনদীতে কৃষি যন্ত্রাংশ ব্যবহারে দু’দিনব্যাপী প্রশিক্ষন কোর্স

নিজস্ব সংবাদদাতাঃ কৃষি মন্ত্রনালয়ের কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারন প্রকল্পের উদ্যোগে উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির কৃষক ও কৃষি যন্ত্র চালক (বারি)’র দু’দিনব্যাপী প্রশিক্ষন কোর্স বুধবার সকালে উদ্ধোধন করা হয়েছে।

উপজেলার গোবর্দ্ধন গ্রামের এমদাদ সরদারের বাড়ির পাশ্ববর্তী মাঠে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল। প্রশিক্ষন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বারির প্রকল্প পরিচালক সোয়েব হাসান। বিশেষ অতিথি ছিলেন বারির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা এরশাদুল হক। বক্তব্য রাখেন বারির প্রকল্প প্রকৌশলী বরিশাল সুমন আহম্মেদ, গৌরনদী কৃষি অফিসের এইও তৌহিদুল ইসলাম, প্রকল্পের টেকনেশিয়ান আঃ খালেক প্রমূখ।

দু’দিনব্যাপী প্রশিক্ষনে কৃষকদের ধানি জমি চাষ, ধান কাটা, ধান মাড়াই ও গমের জমি চাষ ও রোপনের যন্ত্রপাতি ব্যবহার করে কৃষি চাষের প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষনে অংশ নেয়া ৪০ জন কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি ব্যবহারকালে মেরামত ও সংস্কারের জন্য যন্ত্রাংশ প্রদান করা হয়।