বরিশালে ডায়াগনস্টিক ল্যাব মালিকের বাসায় মাদক ব্যবসায়ীদের হামলা

উম্মে রুম্মান, বরিশাল ॥ র‌্যাবকে খবর দেয়ার অভিযোগে ডায়গনস্টিক ল্যাব কনিকার অংশীদার রাসেলের নগরীর পশ্চিম কাউনিয়ার ‘মালঞ্চ’ নামক বাসায় হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে রাসেল দম্পত্তি ও এক প্রতিবেশী আহত হয়েছে।

শুক্রবার সকালে র‌্যাবের একটি দল ঐ এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী লিমন ও সেলিমকে আটকের জন্য অভিযান চালায়। এই ঘটনায় মাদক ব্যবসায়ীরা রাসেলের উপর ক্ষিপ্ত হয়ে তাকে নানা ধরনের গালিগালাজ ও হুমকি-ধামকি দেয়। তারা অভিযোগ করে রাসেলের বড় ভাই তারিক মোঃ মাসুদ সামরিক বাহিনীর মেজর পদে চাকুরী করায় তার ক্ষমতার প্রভাব দেখিয়ে র‌্যাবকে খবর দিয়ে তাদের হয়রানী করা হয়েছে। এর প্রতিশোধ নিতে আজ শনিবার মাদক ব্যবসায়ী লিমন ও সেলিম ২০/২৫ জনের একটি দল নিয়ে রাসেলের বাসায় হামলা চালায়। বাধা দিলে তারা রাসেল ও তার স্ত্রী বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক লতিফা পারভিনকে মারধর করে। এ সময় তাদেরকে রক্ষা করতে এসে প্রতিবেশী হাওয়া বেগমও হামলার শিকার হয়। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন, তবে এই বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেননি।