স্ত্রী’র স্বীকৃতির দাবিতে মেহেন্দিগঞ্জে ৭ দিন ধরে অবস্থান করছে জয়পুর হাটের যুবতী

উম্মে রুম্মান, বরিশাল ॥ স্ত্রী’র স্বীকৃতির দাবিতে মেহেন্দিগঞ্জের পূর্ব হার্ণি গ্রামে স্বামী শাহিনের বাড়িতে ৭ দিন ধরে অবস্থান করছেন জয়পুরহাটের দেবুরহাট উপজেলার নরকুলি গ্রামের জুলিয়া আক্তার (২৫)। এ ঘটনার পর থেকে শাহীন সন্যামত আত্মগোপনে রয়েছেন। শাহীন ১৪ বছর পূর্বে কুয়েতে যায়। ২০০৩ সালে কুয়েতে যায় জুলিয়া। কুয়েত পৌঁছার পর শাহীনের প্রেমে পড়ে একই বছর তারা সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এক বছর আগে তারা দু’জন ঢাকায় ফিরে সেখানে ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। পরে দেবুরহাটে আবার নোটারী পাবলিকের মাধ্যমে দু’জনে বিয়ে করেন। গত রমজানে শাহীনের বাবার মৃত্যু হলে সে মেহেন্দিগঞ্জে ফিরে আসে। তারপর থেকে শাহিন স্ত্রী জুলিয়ার খোঁজ খবর নেয় না। এ অবস্থায় রবিবার জুলিয়া মেহেন্দিগঞ্জে শাহীনের বাড়িতে এসে হাজির হয়। জুলিয়া সেখানে গিয়ে জানতে পারে শাহীনের আরো এক স্ত্রী এবং দু’ সন্তান রয়েছে। ঐ বাড়িতে আসার পর শাহীনের সাথে জুলিয়ার দেখা হয়। শাহীনের পরিবার আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয় জুলিয়াকে। কিন্ত শুক্রবার শাহীন গা ঢাকা দেয়। জুলিয়া শাহীনের বাড়িতেই অবস্থান করছে।

উলানিয়া ইউপি চেয়ারম্যান জামাল মোল¬া জানান, জুলিয়া তার কাছে অভিযোগ করেছে। শাহীনকে খুজে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান জানান, শাহীন গতকাল শনিবার ফ্লাইট যোগে কুয়েত চলে গেছে বলে পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মোঃ গাজ্জালী জানান, তিনি সমস্যা সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল মোল¬াকে দায়িত্ব দিয়েছেন।