উম্মে রুম্মান, বরিশাল ॥ “জলবায়ু পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন চাই’ শ্লোগান নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষাণী সভার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বরিশালে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় অষ্ট্রেলিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালের ২৬ জন কৃষক নেতা অংশগ্রহণ করেন।
কৃষক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি হারুন ভান্ডারী জানান, বিশ্বের কৃষক সংগঠনগুলোর আন্তর্জাতিক নেটওয়ার্ক’র সহযোগীতায় বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষানী সভা গত ১৫ নবেম্বর থেকে শুরু হয়েছে। উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামের সোনারহাট থেকে শুরু হওয়া এ কার্যক্রমে আন্তর্জাতিক নেতৃবৃন্দ ১১টি জেলা সফর শেষে গতকাল বৃহস্পতিবার বরিশালে সর্বশেষ সভা করেছেন।
বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে হারুন ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম, সাধারন সম্পাদক আব্দুল মান্নান আজাদ, কৃষানী সভার কেন্দ্রীয় সভানেত্রী খুরশিদা আক্তার, আন্তর্জাতিক কৃষক নেতা ইংলান্ডের এ্যাটচুট মাল, জার্মানীর ক্যালুস ইনজার, ডগনাথ গট্রা, অষ্ট্রেলিয়ার মাইকেল চে, ইমান্ট্রি, ইমা মনটিয়্যার, টনি গিলসন, ইয়াসেল ক্যাসপি, সেনবোজাড, ভারতের গোবিন্দ সরকার, দিলীপ হাটুই, সাবলাজামিল সাবকাম, কানাডার মেছার, ইউনিম্যানডাল, এসসাশ্বান্ডি, পাকিস্তানের নিরক্যামিসল কামথেলু, রাবেয়া ঠাকুর, নেপালের উমা কৈরালা, অলপুট, শান্তা নিউকন, এমএএইচবি, রঞ্জু ঠাকুর, করনা বাহাদুর, ফিলিপাইনের কিলোসনজ, ক্যান্টালিও ফ্যারাস, শ্রীলংকার ধর্ম সিবিলংকাকরলি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে ভূমিহীন কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পেন্নত দেশগুলোর অনীহা ও ব্যবসায়ীক লোভের কারনে জলবায়ু পরিবর্তনরোধে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা বলেও তারা উল্লেখ করেন।