ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চার লেনের প্রকল্পের কাজ করার সময় দাউদকান্দিতে চার বছর পর অক্ষত লাশ উদ্ধার

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ কুমিল্লার দাউদকান্দিতে চার বছর পর এক অক্ষত লাশ উদ্ধার হয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চার লেনের প্রকল্পের কাজ করার সময় একটি বুলজারে মাটির নিচ থেকে সাদা কাপড়ে পেচানো একটি অক্ষত লাশ উঠে আসে। এ সময় চার লেনের প্রকল্পের কর্মকর্তারা ভয়ে আতংকিত হয়ে যায়।

কর্মকর্তারা জানান, শুক্রবার বিকাল ৩ টায় দাউদকান্দির গৌরীপুরের পেন্নাই গ্রামে মহাসড়কের বালু ভরাট করার সময় একটি গাছের শিকড় উঠানোর জন্য বুলজার দিয়ে মাটির উঠানোর সময় সাদা কাপড়ে পেচানো একটি অক্ষত লাশ উঠে আসে। স্থানীয়ারা জানান,দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মোঃ ইসমাইলের পুত্র মোঃ মনির হোসেন প্রায় চার বছর আগে মালেশিয়ায় মারা যায়। তখনকার সময় তার লাশটি মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশে দাফন করা হয়। নিহত মনির মিয়ার ভাই মোঃ তোতা মিয়া জানান, মনিরের লাশে মেডিসিন দেয়ায় কারনে হয়ত এত বছর পরও লাশটি অক্ষত রয়েছে। এ সংবাদ এলাকার ছড়িয়ে পড়লে হাজার হাজার পুরুষ, মহিলা, শিশু ও বৃদ্ধ উক্তস্থানে ভিড় জমায়। র্দীঘ চার বছর পর মনির হোসেনের অক্ষত লাশটি দেখে তার স্ত্রী, সন্তান ও ভাই বোন আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে লাশটি অন্যস্থানে পুনরায় দাফন করা হয়।