নিজস্ব সংবাদদাতাঃ পরিবেশ, পর্যটন এবং মুক্তিযুদ্ধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে তিন সদস্যের একটি বাইসাইকেল ভ্রমনকারী দল আজ মঙ্গলবার বরিশালের গৌরনদীতে পৌঁছেছেন।
দেশের ৬৪ জেলায় ভ্রমনের উদ্দেশ্যে দলের তিন সদস্যের দল ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গত ২১ অক্টোবর বাইসাইকেলযোগে যাত্রা শুরু করেছেন। সেখান থেকে তারা নারায়নগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী ও ভোলায় ভ্রমন শেষে গতকাল মঙ্গলবার দলের সদস্যরা গৌরনদীতে পৌঁছেন। তারা গৌরনদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ভ্রমনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মতবিনিময় করেন। ভ্রমনকারী দলের সদস্যরা হলেন দিলীপ চৌধুরী, আঞ্জেলা চৌধুরী ও খন্দকার আহম্মদ আলী সায়েদ।