বাকেরগঞ্জ প্রতিনিধিঃ উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সোলায়মান খান উজ্জলের গ্রেফতারে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি করেছেন। গতকাল এক সভা থেকে এ দাবি করা হয়। পৌর বিএনপি সভাপতি মতিউর রহমান মোল¬ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক খবির সিকদার, উপজেলা কৃষকদল আহবায়ক রত্তন বিশ্বাস, যুগ্ম-আহবায়ক খলিল গাজী, পৌর কৃষকদল আহবায়ক বাচ্চু শরীফ, পৌর যুবদল আহবায়ক মোজাম্মেল সিকদার, যুগ্ম-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী বশির উদ্দিন, মহিউদ্দিন উজ্জ্বল, আলাল হাওলাদার, যুবদল নেতা মিজানুর রহমান পলাশ, ছাত্রদল নেতা বাদল মল্লিক, মিজান মোল্লা, কাওছার হোসেন, জুয়েল প্রমুখ। উল্লেখ্য গত রবিবার রাতে উজ্জলকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। উপজেলা বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।