মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দি ॥ আজ মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর উপর চিনি বোঝাই ট্রাক উল্টে মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার র্দীঘ যানজট সৃষ্টি হয়।
দাউদকান্দি ও ভবেরচর হাইওয়ে পুলিশ জানায়, মেঘনা-গোমতী সেতুর উপর কুমিল্লাগামী একটি চিনি বোঝাই ট্রাক উল্টে যায়। এতে সেতুর উপর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
দুঘর্টনার কারনে মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার র্দীঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যাত্রী ও মালামাল বোঝাই যানবাহনগুলোকে ১/২ ঘন্টা একই স্থানে আটকা পড়ে থাকতে হয়। মহাসড়কের যানজটের কারনে হোমনা-ঢাকা, মতলব-ঢাকা ও কচুয়া-ঢাকা সড়কেও সৃষ্টি হয় তীব্র যানজট। এর ফলে যাত্রীরা সঠিক সময়ে পৌছতে পারেনি তাদের গন্তব্যস্থানে। দুঘর্টনা কবলিত ট্রাকটি অন্যত্র সড়িয়ে নিলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।