গৌরনদী সংবাদদাতা ॥ মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের বরিশালের গৌরনদী শাখার তৃতীয় বর্ষপূর্তি আজ বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পালিত হয়েছে। ব্যাংকের অভ্যন্তরে আলোচনা সভা, বর্ষপূর্তির কেক কাটা ও দোয়া-মিলাদের মধ্য দিয়ে বর্ষপূতি পালন করা হয়।
ব্যাংকের এফএভিপি ও ম্যানেজার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার এলবার্ট জনি বাড়ৈ, জুনিয়র অফিসার সৈয়দ সালেকুজ্জামান, ওমর ফারুক, তাহসিন মাহমুদ, রাকিবুল ইসলাম, আইউব আলী, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, গ্রাহক শরীফ জহির সাজ্জাত হান্নান, ডাঃ খোরশেদ আলম, পিটার এস রত্ম প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছর সারাদেশের মধ্যে লেনদেনে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের গৌরনদী শাখা প্রথম স্থান অধিকার করে।