বিএনপি চোরাগুপ্ত হামলা-বোমাবাজি কিংবা নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না – গৌরনদী মুক্ত দিবসে এমপি এ্যাডভোকেট ইউনুস

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‌্যালী Gournadi Awamiligশেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, বিএনপি-জামায়াত দেশের মধ্যে চোরাগুপ্ত হামলা, বোমাবাজি কিংবা নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না। বর্তমান সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি ভবিষ্যত প্রজন্মের কাছে দেশের সর্বশেষ পাকহানাদার মুক্ত গৌরনদীর গুরুত্ব পৌঁছে দেয়ার জন্য গৌরনদীতে স্মৃতি স্তম্ভ নির্মানের আশ্বাস দিয়েছেন।

দেশের সর্বশেষ গৌরনদী পাকহানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে সকাল দশটায় বনার্ঢ্য র‌্যালী বের করে গৌরনদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে তৎকালীন পাকসেনাদের স্থায়ী ক্যাম্প সরকারি গৌরনদী কলেজ চত্বরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, আকবর হোসেন ফারুক, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।Gournadi Awamilig Rally বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মনিরুল হক, আনোয়ার হোসেন, আব্দুল হক ঘরামী, আব্দুর রাজ্জাক চোকদার, আলহাজ্ব মোঃ সামছুল হক, সুবেদার মেজর (অবঃ) গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল হাসান সবুজ প্রমুখ।

বনার্ঢ্য র‌্যালী ও আলোচনাসভায় উপজেলা, পৌর ও সাত ইউনিয়নের মুক্তিযোদ্ধা, তাদের সন্তানেরা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সুধী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।