নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর ২০ জন বীর মুক্তিযোদ্ধাকে মাসিক ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।
শুক্রবার বিসিসি’র মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন জানান, আনুষ্ঠানিকভাবেই এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। যাদের অসামান্য অবদানে এ দেশ স্বাধীন হয়েছে। দেশের জনসাধারন পেয়েছে একটি মানচিত্র, একটি পতাকা তাদের স্বীকৃতি দিতে এই প্রথম বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগ এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তিনি (মেয়র শওকত হোসেন হিরন) আরো জানান, প্রাথমিকভাবে নগরীর হতদরিদ্র ২০ জন বীর মুক্তিযোদ্ধাকে ৫’শ টাকা হারে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের জন্য ইতোমধ্যে প্রশাসনিক শাখাকে নির্দেশ দেয়া হয়েছে। যা চলতি মাস থেকেই কার্যক্রম শুরু হবে।
এ ব্যাপারে বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসাইন জানান, এই প্রথম মুক্তিযোদ্ধাদের সহায়তা করার লক্ষ্যে বিসিসি এ ধরনের কার্যক্রম গ্রহন করেছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং কার্যক্রমের পরিধি আরোও প্রসারিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।