নিজস্ব সংবাদদাতাঃ শৈত্য প্রবাহে বরিশালের বিলাঞ্চল বলেখ্যাত আগৈলঝাড়া উপজেলার আস্কর ও কাঠিরা গ্রামে বৃহস্পতিবার রাতে একভ্যান চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের ভ্যানচালক জাফর মোল্লা (৩৫) ভ্যান চালাতে গিয়ে শীতের তীব্রতায় অসুস্থ্য হয়ে পরে। স্থানীয়রা জাফরকে তার বাড়িতে পৌঁছে দেয়ার পর পরই সে মারা যান। একইদিন গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের জগদীশ চন্দ্র হালদার (৬৫) শৈত্য প্রবাহের হঠাৎ অসুস্থ্য হয়ে মারা যায়।
কয়েক দিনের চলমান শৈত্য প্রবাহে উপজেলার সর্বত্রই জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। সরকারিভাবে নামেমাত্র কম্বল বরাদ্দ এলেও তা এখন বিতরণ করা হয়নি।