নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন মিয়ার চাচা, বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন ভাট্টি (৯২) বার্ধক্যজনিত কারনে শুক্রবার সকালে মধ্যশিহিপাশা গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৭ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি-নাতনী রেখে গেছেন। ওইদিন বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিএপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান-সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।