আজ দুটি সরকারি বিদ্যালয়ে ভর্তিযুদ্ধ

শুভব্রত দত্ত, বরিশালঃ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছ বরিশালের দুটি সরকারি বিদ্যালয়ে ভর্তিযুদ্ধ। সরকারি জিলা স্কুল ও সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২৪০ টি আসনের বিরপরীতে মোঃ ২ হাজার ৪১৬জন শিক্ষার্থী এই যুদ্ধে অংশগ্রহন করবে। এদিকে পূর্বের মতো পরীক্ষার দিন ফলাফল ঘোষণা না করে একদিন পর ফল ঘোষণার সিদ্ধান্তে অনিয়মের আশংকায় রয়েছে অভিভাবকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় মাত্র দুইটি সরকারি বিদ্যালয় থাকায় প্রতিবছরই ভর্তির সময় হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এছাড়া ভর্তির জন্য চলে নানা ধরনের তদবির। চলতি বছর জিলা স্কুলে প্রভাতি শাখায় ভর্তি করা হবে ৫৫২, দিবা শাখায় ৬০৫ এবং মুক্তিযোদ্ধা কোঠায় ৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। অপরদিকে সরকারি বালিকা বিদ্যালয়ে প্রভাতি শাখায় ৫১৭ ও দিবা শাখায় ৫৭৯ পরীক্ষার্থী অংশ নেবে। দুটি স্কুলে মোট ১২০টি করে মোট ২৪০টি আসন রয়েছে। এর মধ্যে ২৪টি আসন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য সংরক্ষিত। জেলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের জন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া ফলাফল সুষ্ঠুভাবে নিরীক্ষনের জন্য এক দিন সময় নেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সুষ্ঠুভাবে পরীক্ষার ফলাফল নির্নয় করার জন্য একটু সময় বেশি নেয়া হয়েছে। কোন প্রকার অনিয়ম করা হবে না বলে তিনি দাবী করেন।