সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাক্ষাৎকার

শুভব্রত দত্ত, বরিশালঃ সোমবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার। দুই দিনব্যাপী এই সাক্ষাৎকারে মেধাক্রম অনুযায়ী ১হাজার ১৮৬ জনকে ডাকা হবে।

জানা গেছে, ২৬ ডিসেম্বর সকাল ৯টায় ‘ক’ ইউনিটের মেধাক্রমে ১ থেকে ১৫০, ‘খ’ ইউনিটের মেধাক্রমে ১ থেকে ১৭৫ এবং ‘গ’ ইউনিটের মেধাক্রমে ১ থেকে ১৭৫ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ২৭ ডিসেম্বর ‘খ’ ইউনিটের মেধাক্রমে ১৭৬ থেকে ৩৫৮ এবং ‘গ’ ইউনিটের মেধাক্রমে ১৭৬ থেকে ৩৫০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. হারুনর রশিদ খান জানিয়েছেন, মেধাক্রম অনুযায়ী সেরা শিার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে। ‘ক’ ইউনিটের বিজ্ঞান অনুষদে ৬৫ আসনের বিপরীতে মেধাক্রমে পাশ দেখানো হয় ৩৩১ জন, ‘খ’ ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদে ১৯৫ আসনের বিপরীতে মেধাক্রমে পাশ দেখানো হয়েছে ৩৫৮ জন এবং ‘গ’ ইউনিটের বাণিজ্য অনুষদে ১৪০ আসনের বিপরীতে মেধাক্রমে পাশ দেখানো হয়েছে ৪৯৭ জন।

উল্লেখ্য ৮ ডিসেম্বর বৃস্পতিবার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।