লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদ মিয়ার হাট প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়–য়া ছাত্রী (১২) কে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ৯নং ওয়ার্ডের হানিফ সরদারের ছেলে ভুট্টু (৩০) জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ওই ছাত্রীর ডাক চিৎকারে বাড়ির অন্য লোকজন চলে আসলে ভুট্টু পালিয়ে যায়। ঘটনার পরপরই স্কুল ছাত্রীর পিতা আলাউদ্দিন ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তারা বিচারের নামে কালক্ষেপন করে বলে আলাউদ্দিন জানায়। গত ২৪ সে ডিসেম্বের এ ঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে ভুট্টুকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা নং-১৮। মামলার পরপরই পুলিশ ভুট্টুকে গ্রেফতার করে নিয়ে আসে। লালমোহন থানার ডিউটি অফিসার এ,এস,আই এইচ এম শামীম জানান, স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার পরপরই অভিযুক্ত ভুট্টকে গ্রেফতার করা হয়েছে।