নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল খান (৬০) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে ঢাকার বক্ষব্যধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………..রাজিউন)। তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার দুপুরে মরহুমের জানাজা শেষে দক্ষিণ বিজয়পুর গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমনা হারিছ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অপরদিকে ব্যবসায়ীর মৃত্যুতে গৌরনদী বাসষ্ট্যান্ডের সকল ব্যবসায়ীরা অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে শোক কর্মসূচী পালন করেছেন।