বরিশাল সংবাদদাতাঃ ডিআরভুক্ত ছাত্রছাত্রী, জিপিএ-৫, পাশের হার ও অনুপস্থিত ছাত্রছাত্রীদের হারের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে সেরাদশ বিদ্যালয়ের শীর্ষ স্থানে রয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় রয়েছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা দুরুসুন্নাত আলিয়া মাদ্রাসা। সরকারি বালিকা বিদ্যালয়ে পাশের হার শতভাগ এবং শ্রেষ্ঠত্বে মোট অর্জিত মান ৭৩.৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল।
শতভাগ পাশের হার নিয়ে এই স্কুলের অর্জিত মান ৬৭.৬৫। এছাড়া শতভাগ পাশের হার নিয়ে তৃতীয় অবস্থানে থাকা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অর্জিত মান ৫১.০৯। পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যালয়গুলো হলো পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ৪৩.৪৬, পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যারয় ৪২.৭৬, পিরোজপুরের মঠবাড়িয়া মডেল বিদ্যালয় ৩৯.৯১, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩৯.৬৩, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮.৬৩এবং বরিশাল নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৮.৩৫ মান অর্জন করেছে। ইবতেদায়ী পরীায় শতভাগ পাশের হার নিয়ে বিভাগে শীর্ষে থাকা ছারছীনা দুরুসুন্নাত আলিয়া মাদ্রাসার মোট অর্জিত মান ৫৩.২৩। দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠী এনএস কামিল মাদ্রাসা ৫০.৪২ এবং তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুরের ভান্ডারিয়া আফছার উল উলুম দাখিল মাদ্রাসা ৪১.৬৭।
পর্যায়ক্রমে অন্যান্য মাদ্রাসাগুলো হলো পটুয়াখালীর বাউফল উপজেলার পোনাহুরা ইসলামীয়া নেছারীয়া মাদ্রাসা ৩৮.৪৬, ভোলার চরফ্যাশন উপজেলার চৌমহনী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ৩৭.২৫, পটুয়াখালীর মির্জাগঞ্জ সুবিদখালী দারুসুন্নাত ৩৫.৭৬, পিরোজপুরের ভান্ডারিয়া শাহবুদ্দিন মাদ্রাসা ৩৫.৪৪, বরগুনা আমতলী হরিনখোলা সিএনএ দাখিল মাদ্রাসা ৩৪.৮৯, ঝালাকাঠীর রাজাপুর দঃ তারাঃ মোবালেন আহঃ ছফির উদ্দিন মাদ্রাসা ৩৩.১১ এবং ভোলা কন্দ্রকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩২.৩৫ মান অর্জন করেছে।